পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ ঢাকা মাতাতে আসছেন। আগামী ১১ এপ্রিল ঢাকায় আসবেন তিনি। একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের মেগা ইভেন্টে পারফর্ম করবেন এ গায়িকা। সম্প্রতি
ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশ তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে নিশ্চিত করেছে বিষয়টি।
এতে ভিডিও বার্তায় নিজের আগমনের কথা জানিয়েছেন আয়মা বেগ। আর এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো
বাংলাদেশের সংগীতপ্রেমীরা সরাসরি পাকিস্তানি
এই তারকার গান উপভোগের সুযোগ পাবেন।
প্রসঙ্গত-২০১৫ সালে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে অভিষেক হয় আয়মা বেগের। পরবর্তীতে ধীরে ধীরে দেশ সেরা পপ গায়িকার আসনে জায়গা করে নেন তিনি। ২০১৬ সালে ‘লাগোর সে আগে’ সিনেমার গানে কণ্ঠ দেয়ার মাধ্যমে প্রথম প্লেব্যাকের সুযোগ পান। প্রথম সিনেমাতেই তিনটি গানে কণ্ঠ দেন।
কালাবাজ দিল’ গানটির জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন আয়মা বেগ। ক্যারিয়ারে ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান করেছেন। তার গাওয়া‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’ গানগুলো তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয়। (বিনোদন ডেস্ক)