সাজেদুল করিম
১৪জুলাই,২০২১ বুধবার রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন দলের নেতাকর্মীবৃন্দ।
রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহণ করেন রংপুর ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মী। বুধবার সকালে রংপুর সেন্ট্রাল রোড জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
পল্লীবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করতে ফুল নিয়ে পল্লীনিবাসে উপস্থিত হন সর্বস্তরের মানুষ ও জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে পল্লীবন্ধুর সমাধি জিয়ারত করা হয় এবং তাঁর আত্মার শান্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।