27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeখেলাধুলাপরপারে চলে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার সৈয়দ আবিদ আলি

পরপারে চলে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার সৈয়দ আবিদ আলি

দীর্ঘদিন রোগভোগের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। তার মৃত্যুর খবর নর্থ আমেরিকা ক্রিকেট লিগের পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।

কিংবদন্তি ভারতীয় অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, এমএল জয়সীমা এবং আব্বাস আলি বেগের সমসাময়িক ছিলেন আবিদ আলি। হায়দারাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন। ১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল। খবর খালিজ টাইমসের।

ক্যারিয়ার সেরা বোলিংটাও (৫৫ রান ৬ উইকেট) এই টেস্টেই করেছিলেন। ২৯টি টেস্টে ১০১৮ রান করেছিলেন তিনি। উইকেট নিয়েছেন ৪৭টি। এ ছাড়া দেশের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচে ৯৩ রানে করেন। সর্বোচ্চ সংগ্রহ ৭০। ২৬.৭১ গড়ে নেন সাতটি উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে দুই শতাধিক ম্যাচ খেলেছিলেন প্রয়াত অলরাউন্ডার। ১৩টি সেঞ্চুরি, ৩১টি অর্ধশতরানসহ তার সংগ্রহে রয়েছে ৮৭৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭৩। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯৭টি উইকেট রয়েছে আবিদের। ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। ১২টি লিস্ট এ ম্যাচে করেছেন ১৬৯ রান। উইকেটে নেন ১৯টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান আবিদ। ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। সেখানে ক্রিকেটের প্রসারের জন্য কাজও করেছেন।

আবিদ আলির মৃত্যুতে শোকস্তব্ধ কিংবদন্তি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। প্রয়াত সাবেক ক্রিকেটারকে ‘সিংহ হৃদয়’ আখ্যা দিয়ে গাভাস্কার বলেছেন, দলের প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত ছিলেন আবিদ আলি। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য