স্থানী
স্থানীয় সময় রবিবার (৮ জুন) তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফের জন্য পবিত্র মসজিদুল হারামে জড়ো হন মুসল্লিরা।
মক্কায় পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হলো হজ্বের আনুষ্ঠানিকতা।
মহান আল্লাহর পবিত্র ঘর ৭ বার প্রদক্ষিণ করেন হাজিরা। হজ্বের শেষ দিনে বাধ্যতামূলক ভাবে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেন মুসল্লিরা। যাকে বলা হয় ‘সাঈ’ করা।
আগামীকাল থেকে শুরু হজের ফিরতি ফ্লাইট। গেলো বৃহস্পতিবার (৫ জুন) আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যান মুসল্লিরা।
সেখানে রাত্রিযাপন শেষে শুক্রবার সকালে মিনায় ফিরে পাথর নিক্ষেপ করেন শয়তানকে।
এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুণ্ডন করেন হাজিরা।
এ বছর ১৫ লাখেরও বেশি মুসল্লির পবিত্র হজ্বে অংশ নেয়ার সৌভাগ্য হয় ।
সূত্র: সৌদি গেজেট (আন্তর্জাতিক ডেস্ক)