পবিত্র লাইলাতুল বরাত মহিমান্বিত রজনী। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে রাতটি পালন করে থাকেন। শবে বরাত মুসলমান জাতির কাছে পবিত্র লাইলাতুল বরাত নামে পরিচিত। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা বাহক। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ১৮মার্চ,২০২২, শুক্রবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
‘শব’ ফারসি শব্দ যার অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’, এই রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে।শাবান মাসের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবেও অবহিত করা হয়।
হাদিসের ভাষ্য মতে, মহান আল্লাহ এই রাতে তাঁর বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের জন্য ইবাদতের মধ্য দিয়ে রাত্রি যাপন করেন। অতীতের পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
(সংগৃহীত)