বিপিএলে খেলতে এসে টানা ৫ ম্যাচেই হারতে হলো নোয়াখালীকে,নাসির হোসেনের ক্যারিয়ারসেরা ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। নোয়াখালীর দেয়া ১৩৪ রানের টার্গেট ৩৫ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা। আর এতে প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসে টানা ৫ ম্যাচেই হারতে হলো নোয়াখালীকে।সিলেটে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। দলীয় ৪০ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারায় দলটি। এরপর ৯০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন মোহাম্মদ নবী ও হায়দার আলী। নবী ৪২ রান করে অপরাজিত থাকলেও ৪৭ রানে আউট হন হায়দার আলী। ১৩৩ রানে থামে নোয়াখালীর ইনিংস।
ঢাকার পক্ষে হাত ঘুরানো ছয়জন বোলারের ঝুলিতেই ওঠে একটি করে উইকেট। জবাবে হাসান মাহমুদের পেস ঝলকে ১৪ রানে দুই ওপেনারকে হারায় ঢাকা। এরপর পাল্টা আঘাত হানেন নাসির হোসেন। মাত্র ২১ বলে তুলে নেন ফিফটি, যা এবারের আসরের দ্রুততম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫০ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলে দলের সহজ জয় নিশ্চিত করেন তিনি। ১৬ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন ইমাদ ওয়াসিম।এই জয়ে বিপিএলের ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে ঢাকা। ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রংপুর রাইডার্স।






