স্পোর্টস ডেস্ক –
৩০আগস্ট,বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩:৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে এশিয়া বিশ্বকাপ প্রথম ম্যাচ নেপাল ও
পাকিস্তান।
এশিয়া কাপে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ আগেভাগেই ঘোষণা করল পাকিস্তান।
প্রথম ম্যাচের জন্য শক্তিশালী দলই দিয়েছে স্বাগতিকেরা। ইতিহাস ও পরিসংখ্যানে তুলনামূলক পিছিয়ে থাকা দল হলেও নেপালকে যে পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না, সেটা ঘোষিত একাদশেই স্পষ্ট।
নেপালের বিপক্ষে পাকিস্তানের একাদশ-
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
প্রথম ম্যাচে পাকিস্তান দ্বিতীয় স্পিনার হিসেবে মোহাম্মদ নেওয়াজ ও উসামা মিরের মধ্যে কাকে বেছে নেবে, সেদিকে চোখ ছিল অনেকের। তবে উসামাকে টপকে প্রথম ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন নেওয়াজই। ফাস্ট বোলারদের মধ্যে বিবেচনায় ছিলেন ফাহিম আশরাফও। তবে প্রথম ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ওপরই ভরসা রাখছে পাকিস্তান দল।
এশিয়া কাপ’র ঘরের দর্শকদের সামনে প্রথম ম্যাচ খেলা নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেছেন, ‘মুলতানের দর্শকদের সামনে খেলাটা সব সময় দারুণ ব্যাপার। এই শহরে এশিয়া কাপ শুরু করা নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত।’