30.4 C
Rangpur City
Monday, July 21, 2025
Google search engine
Homeখেলাধুলানেপালকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতল বাংলাদেশ

নেপালকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতল বাংলাদেশ

সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ফেরেন নিষেধাজ্ঞার জন্য তিন ম্যাচ মাঠের বাইরে থাকা মোসাম্মত সাগরিকা। প্রত্যাবর্তনের ম্যাচে এই ফরোয়ার্ড একাই করেছেন চার গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে সাফের বয়সভিত্তিক পর্যায়ে পঞ্চম শিরোপা জিতল বাংলাদেশ।

বাংলাদেশ ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগের ৫ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল । পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও অবশ্য শিরোপা নিশ্চিত ছিল না। ট্রফি জয়ের মিশনে অলিখিত ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল আফঈদা খন্দকারের দল। হাইভোল্টেজ এই ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

নেপালের বিপক্ষে এ ম্যাচে ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে পিটার বাটলারের শিষ্যরা শেষটা রাঙিয়ে রাখলেন বিশাল এক জয় দিয়েই। ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরে স্বাগতিকেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ এসেছিল। তবে তা থেকে লিড নিতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি।

সাত মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সাগরিকা। পূজা দাসের বাড়ানো বল নেপালের গোলমুখে বাড়ান স্বপ্না। আর সেই বল ধরে দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে জালে জড়ান সাগরিকা। এই নেপালের বিপক্ষে আগের ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। ফলে ৩ ম্যাচের নিষধাজ্ঞায় ছিলেন তিনি।

এদিকে লিড নেওয়ার পর প্রথমার্ধে আরও বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে সেসব কাজে লাগেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের জ্বলে ওঠেন সাগরিকা। এবার তিনি করেন আরও ৩ গোল। সব মিলিয়ে তার ৪ গোলেই ৪-০ গোলের বিশাল জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে মাঠে ছাড়ে বাংলাদেশ। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য