ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ইনজুরি। একের পর এক চোটে ২০২২ কাতার বিশ্বকাপের পর তার মাঠে নামার সংখ্যাও কমে এসেছে। ফলে প্রশ্ন উঠেছে—নেইমার কি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন?
সম্প্রতি এক পারিবারিক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নেইমার জানান, যতদিন নিজেকে ভালোভাবে ফুটবল খেলতে সক্ষম মনে করবেন, ততদিন খেলে যাবেন। অর্থাৎ, এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই তার।
সাক্ষাৎকারে স্ত্রী ব্রুনা বিয়ানকার্ডির প্রশ্নের জবাবে নেইমার বলেন, আমার ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে খেলা চালিয়ে যেতে প্রেরণা দেয়। প্রতিদিন অনুশীলনের ইচ্ছা, মাঠে নামার আকাঙ্ক্ষা আমাকে এগিয়ে নিয়ে যায়। ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। যখন আর নিজের মতো পারফর্ম করতে পারব না, তখনই থামব।
ব্রাজিলিয়ান তারকা বলেন, একদিন আমার ক্যারিয়ার শেষ হবে। ইতিহাসে আমার নাম থাকবে। সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আসবে,যাবে। যারা আমাকে চেনে, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০২৬ বিশ্বকাপে নিজের খেলা নিয়ে মুখ খুলেছেন নেইমার। তিনি ২০২৬ বিশ্বকাপকে তার ‘শেষ নাচ’ হিসেবে উল্লেখ করে বলেন,আমি পুরোপুরি নিজেকে উৎসর্গ করব।
নেইমার তার ক্যারিয়ারে বার্সেলোনা, পিএসজি ও আল হিলালের মতো ক্লাবের হয়ে খেলেছেন। ব্রাজিলের এই ফরোয়ার্ড ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। (স্পোর্টস ডেস্ক)