‘ব্যাচেলর পয়েন্ট’ তরুণ প্রজন্মের জনপ্রিয় সিরিজ সিজন ৪, ২০২২ সালের ২৪ ডিসেম্বর সবশেষ প্রচার হয়েছিল। ১১৬তম পর্ব প্রচারের মধ্য সিজনটির সমাপ্তি হয়েছিল তখন। এরপর থেকেই দর্শকমহলে নানা প্রশ্ন ছিল, কবে আসবে ব্যাচেলর পয়েন্টের পরবর্তী সিরিজ? এ নিয়ে বিভিন্ন সময় নানা মহলে দর্শকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্মাতা কাজল আরেফিন অমিকে।
২০১৭ সালে শুরু হওয়া সিরিজটির ধারাবাহিক-
ভাবে চারটি সিজন প্রচারে এসেছে। প্রতিটি সিজনের প্রতিটি পর্বই ছিল দর্শকের কৌতূহলের জায়গা। মাঝে কয়েকটি পর্বের কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে কিছুটা সমালোচনা থাকলেও সবমিলে সাড়া ফেলেছিল ধারাবাহিক সিরিজটি।
ব্যাচেলর পয়েন্ট প্রচার শুরু হওয়ার পর এর দর্শকরা আনন্দ-দুঃখ ও আবেগে ভেসেছেন। এর চরিত্র পাশা, হাবু, কাবিলা, শুভ, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির ও অন্তরা চরিত্রগুলো দাগ কাটে দর্শকহৃদয়ে। এ কারণেই সিরিজটির ৫ সিজন নিয়ে আগ্রহ রয়েছে সবার।
সিরিজটি শেষ হওয়ার দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন এর নির্মাতা কাজল আরেফিন অমি। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে এ ব্যাপারে এই পরিচালক জানান, দর্শকদের আর অপেক্ষা করাতে চাচ্ছেন না তিনি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দর্শকদের সুখবর দেবেন।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানা প্রমুখ সিরিজটিতে অভিনয় করেছেন। (বিনোদন ডেস্ক)