ডেস্ক রিপোর্টবাংলা:
একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ২৪মে,সোমবার রাত ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন । তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।জানাজার আগে বাংলা একাডেমীর পক্ষে জনাব,এ এইচ এম লোকমান সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি বিষয়ক সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।মরহুমের প্রথম জানাজা সম্পন্ন হয় ২৫মে, মঙ্গলবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে বংলাএকাডেমীর নজরুল মঞ্চে। প্রথম জানাজা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দুপুর বারটায় দাফন কার্য সম্পন্ন করা হয়।
কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরের রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবুল হোসেন সিরাজী, মা জাহানারা বেগম। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক (১৯৬৪), ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক (১৯৬৬), বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল-স্নাতক (১৯৭০) ডিগ্রি লাভ করেন তিনি।হাবীবুল্লাহ সিরাজী বাংলা ভাষায় অসামান্য অবদানের জন্য রাষ্ট্রীয় একুশে পদক (২০১৬), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার, ভারত (২০১০), কবিতালাপ সাহিত্য পুরস্কার (২০১০), মহাদিগন্ত পুরস্কার, ভারত (২০১১), বঙ্গবন্ধু স্মারক পুরস্কার, ভারত (২০১৩), ফজল শাহাবুদ্দিন কবিতা পুরস্কার (২০১৬), সিটি-আনন্দ আলো পুরস্কার (২০১৭), আবিষ্কার পুরস্কার (২০১৭), জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০১৮), লেখিকা সংঘ পদক (২০১৮), আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার (২০১৮), প্রথম আলো পুরস্কার, ভারত (২০১৯) ইত্যাদি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা-সংবর্ধনায় ভূষিত হন।