37.9 C
Rangpur City
Friday, May 9, 2025
Google search engine
Homeখেলাধুলানাহিদ-রিশাদ আজ রাতে পাকিস্তান ছাড়ছেন

নাহিদ-রিশাদ আজ রাতে পাকিস্তান ছাড়ছেন

নাহিদ রানার পাশাপাশি পিএসএল খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছেন আরও এক বাংলাদেশি—রিশাদ হোসেন। নিরাপত্তাহীনতা উঁকি দেওয়ার পর থেকেই তাদের দুজনকে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সেই চেষ্টা সফল হচ্ছে।

নাহিদ রানার গতকাল পেশোয়ার জালমির যে ভেন্যুতে খেলার কথা ছিলো, সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ড্রোন হামলা করে ভারত। নিরাপত্তা শঙ্কা থেকে ম্যাচ তো স্থগিত হয়ই, দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাকি টুর্নামেন্টও।

আজ রাতেই পাকিস্তান ছাড়ছে নাহিদ-রিশাদরা। বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘যে পরিবেশ (ভারত-পাকিস্তানের মধ্যে) সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে এটা আমাদের উদ্বেগের সৃষ্টি করেছে। আপনারা জানেন আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে।

সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি তখন ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন্স থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের সিইওর সাথে যোগাযোগ করেছি।’

ফারুক যোগ করেন, ‘এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না, অনেক বিদেশি ক্রিকেটারও ছিলো। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কীভাবে এটার সমাধান করা যায়। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেওয়া যায়।’

বাংলাদেশ থেকে পিএসএল কাভার করতে দুই সাংবাদিক পাকিস্তানে গিয়েছেন। তারাও নাহিদ-রিশাদদের সঙ্গে পাকিস্তান ছাড়বেন। ফারুক বলেন, ‘আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি উনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়।’ (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য