নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ ভিশাখাপত্নমে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু শেষ পর্যন্ত ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে জ্যোতিদের।
অ্যালিসা হিলির দল এই জয়ের মধ্য দিয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালের টিকিট পেল রেকর্ড শিরোপাজয়ীরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দ হারায় বাংলাদেশ। ৩২ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে পড়ে উইকেট। তবে ইনিংসের শেষভাগে সোবহানা মোস্তারি দারুণ ব্যাটিং করে দলকে লড়াকু পুঁজি এনে দেন। ৮০ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৮ রান—অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। ম্যাগান স্কটের ঝুলিতে যায় একটি উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন। মাত্র ২৪.৫ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে তারা। অধিনায়ক অ্যালিসা হিলি খেলেন ৭৭ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস, যেখানে ছিল ২০টি চার। অপর ওপেনার লিচফিল্ডও ছিলেন দারুণ ছন্দে ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন তিনি।
এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন হিলি। তার ব্যাটে ভর করেই বিশ্বচ্যাম্পিয়নরা সহজেই ছুঁয়ে ফেলল বাংলাদেশের দেওয়া লক্ষ্য। (স্পোর্টস ডেস্ক)