আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এক সপ্তাহের ব্যবধানে নরসিংদীতে চতুর্থ দফায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে মুহূর্তেই এলাকাবাসীর মধ্যে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর উৎপত্তিস্থল আবারও ঘোড়াশালে বলেই অভিজ্ঞরা জানিয়েছেন।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে এর কেন্দ্রের দূরত্ব ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে।
চতুর্থ দফা ভূমিকম্পে নরসিংদীসহ ঘোড়াশাল, পলাশ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বাসাবাড়ি ও অফিস থেকে দ্রুত বেরিয়ে পড়েন। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের এমন ধারাবাহিকতা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। প্রাথমিকভাবে জানা যায়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।(ডেক্স নিউজ)






