27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকনতুন এক ভাইরাসের’ সন্ধান মিললো চীনে

নতুন এক ভাইরাসের’ সন্ধান মিললো চীনে

প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে নতুন এক ভাইরাস যেটির সন্ধান মিলেছে চীনে।এই ভাইরাসের নাম এইচকেইউ৫-কোভ-২।

যার সঙ্গে করোনাভাইরাসের বেশ মিল রয়েছে। এতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যে, দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারির কবলে পড়তে পারে বিশ্ব।

সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, এইচকেইউ৫-কোভ-২ নামক নতুন ভাইরাসটি উহান ইনস্টিটিউটের ভাইরোলজিস্টদের (ভাইরাস বিশেষজ্ঞ) একটি দল আবিষ্কার করেছে। যার নেতৃত্বে ছিলেন শি ঝেংলি।যিনি করোনাভাইরাস নিয়ে তার আজীবন কাজের জন্য ‘ব্যাটওম্যান’ নামে পরিচিত। নতুন স্ট্রেনটি বাঁদুরের মধ্যে পেয়েছেন তারা। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন ঝেংলি।

নতুন এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসটি মারবেকোভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকোভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাঁদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে।

চীনা গবেষকরা দেখেছেন যে, নতুন ভাইরাসটি এসএআরএস সিওভি-২ এর সাথে মিল রয়েছে – যে ভাইরাসটি কোভিড মহামারির দিকে পরিচালিত করেছিল। কারণ এটিও কোভিডের মতো এসিইটু নামক মানব কোষে অনুপ্রবেশ করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এইচকেইউ৫-কোভ-২ নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-১৯। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। (আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য