23.8 C
Rangpur City
Wednesday, October 15, 2025
Google search engine
Homeখেলাধুলাদেশের ক্রিকেট উন্নয়নে বিসিবি'র যে সিদ্ধান্ত

দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবি’র যে সিদ্ধান্ত

এখন থেকে নারী ক্রিকেটাররাও পুরুষ ক্রিকেটারদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন। বাংলাদেশ ক্রিকেটে বৈষম্যের অবসান ঘটাতে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন নারী ক্রিকেটাররা আর্থিক সুবিধায় পিছিয়ে ছিলেন। সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এ বিষয়ে প্রকাশ্যে অভিযোগ জানান যে, বেতন ও ম্যাচ ফিসহ বিভিন্ন ক্ষেত্রে নারী ক্রিকেটাররা বৈষম্যের শিকার হচ্ছেন। তার এই বক্তব্যের পরপরই বিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান হারে দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন।

আগে পুরুষ ক্রিকেটাররা প্রতিদিন ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেতেন, যেখানে নারীরা পেতেন মাত্র ৭৫ ডলার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটাররাও সমান ১১৫ ডলার পাবেন।

নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবির এই পদক্ষেপ শুধু নারী ক্রিকেটারদের ন্যায্য দাবি পূরণই নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও অনুপ্রাণিত ও শক্তিশালী করবে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশগুলোর একটি, যেখানে নারী ও পুরুষ ক্রিকেটারদের জন্য সমান দৈনিক ভাতা নির্ধারণ করা হলো। (স্পোর্টস ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য