24.1 C
Rangpur City
Tuesday, October 14, 2025
Google search engine
Homeখেলাধুলাদেশের একাধিক নারী ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

দেশের একাধিক নারী ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

নিজেদের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন টাইগ্রেসরা।আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বল হাতে ভেলকি দেখিয়ে এবং ব্যাটেও দারুণ পারফরম্যান্সের সুবাদে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

ব্যাট হাতে পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারী এবং অলরাউন্ডার ফাহিমা খাতুন। মোস্তারী ১৫ ধাপ এগিয়ে এখন ৭০তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে, লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমা ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯২ নম্বরে।

তবে বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে না পারায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হক। ফারজানা ৭ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে এবং জ্যোতি ৯ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে আছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনো সবচেয়ে ভালো অবস্থানে আছেন শারমিন আক্তার সুপ্তা, তিনি আছেন ৩১তম স্থানে।

বোলারদের মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছেন নাহিদা আক্তার, ২ ধাপ নিচে নেমে তিনি শীর্ষ দশ থেকে বাইরে গিয়ে এখন ১১ নম্বরে অবস্থান করছেন। তবে উন্নতি করেছেন রাবেয়া খান, তিনি ৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ফাহিমা খাতুনের, তিনি ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৭তম স্থানে।

অন্যদিকে, মারুফা আক্তার ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৫ নম্বরে।অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রাবেয়া এবং ফাহিমা। রাবেয়া ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে। আর ফাহিমা ১৫ ধাপ উন্নতি করে এখন ২৭তম স্থানে রয়েছেন। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য