৭ আগস্ট,২০২১ শনিবার মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হলো । গণটিকার এই ক্যাম্পেইন চলেছে দেশের সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চলে।
ক্যাম্পেইন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে। রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডেও শনিবার গণটিকাদান কার্যক্রম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সারাদেশে এই গণটিকাদান কার্যক্রম ক্যাম্পেইনে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।প্রাথমিকভাবে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
৭ আগস্ট,শনিবার থেকে গণটিকাদান কার্যক্রম ক্যাম্পেইনের মাধ্যমে ২৫ বছরের বেশি বয়সী জনসাধারণকে টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে পঞ্চাশোর্ধ জনসাধারণের মধ্যে নারী, শারীরিক প্রতিবন্ধী এমনকি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।