আহসান উল হক
এগিয়ে আসছে ঈদুল আযহা। ব্যস্ততা বেড়েই চলেছে কামারদের। হাপড় মেশিনের অগ্নিশিখায়, প্রতিদিন তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি ইত্যাদি। শহর থেকে গ্রামান্তরে হাতুরির টুং-টাং শব্দে মুখরিত সারাদেশের কামার পল্লীগুলো। কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ঈদুল আযহার প্রায় ১৩ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি তারা। তবে বাজারের চাহিদাকে সামনে রেখে প্রতিদিন তারা দা, বটি, ছুরি, চাপাতি সহ বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করে রাখছেন। বিশেষত ঈদুল আজহায় গরু,খাসী সহ বিভিন্ন হালাল পশু কোরবানি করা, পশুর চামড়া ছাড়ানো সহ মাংস কাটার বিভিন্ন কাজে এই হাতিয়ার গুলির চাহিদা অনেক বেশি থাকে।
তবে সারা বছর বিভিন্ন হাট-বাজারের কসাইরা তাদের নিয়মিত খরিদ্দার। তারা জানান আর কয়েক দিনের মধ্যেই নতুন অর্ডার আসা শুরু করবে। অনেকেই নতুন হাতিয়ার কিনে নিয়ে যাবেন, কেউ নতুন করে বানিয়ে নেবেন, কেউ আবার পুরাতন গুলোই মেরামত করে নিয়ে যাবেন। বেশ কয়েকজন কামার বলেন, বংশপরম্পরায় তারা এই পেশার সঙ্গে জড়িত।বছরের অন্যান্য সময় তাদের অলস সময় কাটে। সারা বছরের মধ্যে শুধু কোরবানি ঈদেই তাদের ব্যবসা মোটামুটি ভালো হয়। করোনার কারণে গত বছর থেকে ব্যবসা খারাপ যাচ্ছে। তাদের মধ্যে মোঃ আতাউর রহমান আরো বলেন নতুন জিনিস খুব কম বিক্রি হচ্ছে। পুরাতন জিনিস গুলোই মানুষ শান দিয়ে নিয়ে যাচ্ছেন অথবা মেরামত করছেন। এভাবে ব্যবসায় পুষিয়ে ওঠা মুশকিল।এক জরিপে দেখা যায় রংপুর জেলাতেই প্রায় দুই শতাধিক মানুষ এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন।