আহসান উল হক- রংপুর জেলা প্রতিনিধি
শুধু দুধের ফ্লেভার আর নকল ইম্প্রুভার দিয়ে তৈরি হচ্ছে প্রাণ অথবা বড় বড় প্রতিষ্ঠানের আদলে সুন্দর মোড়কে মিল্ক ব্রেড। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর হারাগাছ (আরপিএমপি) থানার বেনুঘাট এলাকায় একটি শুকনো খাবার তৈরির কারখানায়।
১০আগস্ট,২০২২, বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি বাজার মনিটরিং টিম ঐ প্রতিষ্ঠানে মনিটরিং এ গেলে এই চিত্র ধরা পড়ে।
এ সময় ঐ টিমের নেতৃত্ব দেন ঐ দপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আরিফ মিয়া। সাথে ছিলেন CAB-রংপুরের সেক্রেটারি জনাব মোঃ আহসান উল হক তুহিন। মনিটরিং এ এছাড়াও আরো বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় ঐ প্রতিষ্ঠানের (সামিয়া আকবরিয়)কে তাৎক্ষণিক ছয় হাজার টাকা জরিমানা করেন জনাব মোঃ আরিফ মিয়া।
পরবর্তীতে পরশুরাম (আরপিএমপি) থানার নীলকন্ঠ এলাকার টাইগার মোড়ে একটি প্রতিষ্ঠানে মনিটরিং চলাকালীন তাৎক্ষণিক ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।
মনিটরিং শেষে লিফলেট,প্যামপলেট বিলি ও হ্যান্ড মাইকের সাহায্যে উপস্থিত ব্যবসায়ী, জনতা ও ভোক্তা সাধারণকে সচেতন করে এবং বাজার মনিটরিং টিম সচেতন লক্ষ্যে ভোক্তা আইন প্রচার করে