18 C
Rangpur City
Tuesday, November 11, 2025
Google search engine
Homeখেলাধুলাদল থেকে ছিটকে গেলেন ইয়ামাল

দল থেকে ছিটকে গেলেন ইয়ামাল

দলের সঙ্গে যোগও দিয়েছিলেন
ডাক পেয়েছিলেন স্পেনের স্কোয়াডে,
বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে
ইয়ামাল। কিন্তু হঠাৎই স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন এই তারকা। তবে এই বাদ পড়ার মূল কারণ হলো, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) না জানিয়েই বার্সেলোনায় তার চিকিৎসা করানো। তবে আরএফইএফ এক বিবৃতিতে বার্সার এই সিদ্ধান্তে ‘বিস্মিত’ ও ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছে।

আরএফইএফের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১০ নভেম্বর) সকালে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে তারা জানতে পারে যে ইয়ামাল তার পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য একটি ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছেন। জাতীয় দলের চিকিৎসা দলকে কোনো তথ্য না দিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ১৮ বছর বয়সী এই তারকা উইঙ্গারের ৭-১০ দিনের বিশ্রামের প্রয়োজন, তাই তাকে বার্সেলোনায় ফেরার অনুমতি দেয়া হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনে বিবৃতি তে আরও উল্লেখ করা হয়েছে,‘খেলোয়াড়ের স্বাস্থ্যের উপর সর্বদা অগ্রাধিকার দিয়ে, আরএফইএফ সিদ্ধান্ত নিয়েছে তাকে বর্তমান দলে থেকে ছাড় দেয়ার।’
এই ঘটনা বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এবং স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে ইয়ামালের চোট নিয়ে চলমান টানাপোড়েন আরও বাড়াতে পারে। এর আগে ফ্লিক বলেছিলেন, ‘আমাদের তার (ইয়ামাল) যত্ন নিতে হবে। চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমরা শুধু আমাদের পক্ষ থেকে নয়, জাতীয় দলের পক্ষ থেকেও তার যত্ন নিতে হবে।’

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য