মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধিঃ
দক্ষিনের পদ্মার ঢেউ আনন্দ দুয়ারেরপ লেগেছে উত্তরের রংপুরেও। পদ্মা বহুমুখি সেতুর উদ্ধোধন অনুষ্ঠানে ইতিহাসের সাক্ষি হয়েছেন উত্তরের রংপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় টাউনহল মাঠ থেকে বিভিন্ন রঙের টি শার্ট পরে ঢাক, ঢোল, সানাই বাজিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরী প্রদক্ষিন করে। করা হয় মিষ্টি বিতরন। একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে শোভাযাত্রা পারি দেয় জিলা স্কুল মাঠ। সেখানে সমাবেত হয়ে বড় স্ক্রিনে সেতুটি উদ্বোধনের ক্ষণটি স্মরণীয় করে রাখতে জরো হয় মানুষ। বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মাহনগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ দলের সহযোগি সংগঠানের নেতাকর্মীরা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।
আলোকসজ্জিত করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন। সাত রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে সড়ক-মহাসড়কসহ গ্রামীন জনপদে ইউনিয়ন পরিষদকেও। আয়োজন করা হয়েছে সেতুকে ঘিরে নানা রকম প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতোসবাজী।
এছাড়াও মেট্রোপলিটন পুলিশ, মহানগর ও জেলা আওয়ামী লীগসহ ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ আলাদাভাবে আনন্দ র্যালী করে। র্যালী হয়েছে, বেগম রোকেয়া কলেজ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে। একই চিত্র রংপুরের আট উপজেলায়। সেখানে আওয়ামী লীগসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে।
натяжные потолки в липецке http://potolkilipetsk.ru .
шкафы на парковку москва http://www.shkaf-parking-1.ru/ .
помощь получения кредита с плохой кредитной историей помощь получения кредита с плохой кредитной историей .
займы на карту без отказа займы на карту без отказа .
как получить займ на карту без отказа как получить займ на карту без отказа .
стильный кухонный гарнитур угловой стильный кухонный гарнитур угловой .
где можно купить муравьиная ферма в резанье где можно купить муравьиная ферма в резанье .
аренда экскаватора погрузчика москва рента мск аренда экскаватора погрузчика москва рента мск .
багги спортивный багги спортивный .