23 C
Rangpur City
Friday, January 9, 2026
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাত্বকে বিষফোঁড়া হওয়ার কারণ ও সমাধান

ত্বকে বিষফোঁড়া হওয়ার কারণ ও সমাধান

ফোঁড়া মূলত ত্বকের রোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়। বিশেষ করে স্টাফিলোকককাস অরিউস নামক ব্যাকটেরিয়া এই সমস্যার মূল কারণ। ব্যাকটেরিয়া ত্বকের নিচে প্রবেশ করে সংক্রমণ তৈরি করে, যেখানে মৃত কোষ ও পুঁজ জমে ফোঁড়া সৃষ্টি হয়। ত্বকে ফোঁড়া বা বিষফোঁড়া এক ধরনের ব্যথাদায়ক সমস্যা, যা অনেক সময় খুব কষ্ট দেয়। ফোঁড়া বেশি হয় কোমর, ঘাড়, পিঠ, কনুই, ঘাম বেশি হয় এমন স্থানে।

ত্বকে বিষফোড়া তাদেরই বেশি হয়,যাদের ঘাম বেশি ঝরে, পরিচ্ছন্ন কম থাকে,সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি,রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিরা,দীর্ঘমেয়াদি অসুস্থতা বা শারীরিকভাবে দুর্বল ব্যক্তি।

ফোঁড়ার উপসর্গ হচ্ছে- ত্বকের একটি অংশ শক্ত হয়ে যাওয়া। চাপ দিলে ব্যথা পাওয়া। ফোঁড়া দেখা না গেলেও কিছুটা অস্বস্তি ও লাল ভাব থাকা।

ফোঁড়া হলে করণীয়- ফোঁড়া থাকা জায়গা খোলা ও পরিষ্কার রাখুন,ঢিলেঢালা এবং হালকা পোশাক পরুন, ত্বক পরিষ্কার রাখুন এবং ফোঁড়া অন্য জায়গায় ছড়াবেন না। পুষ্টিকর খাবার খান, তৈলাক্ত খাবার কম খান। ফোঁড়া চিরে বা পুঁজ বের করার চেষ্টা করবেন না। চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পানি পান করুন।

যদি ফোঁড়া কয়েক দিনের মধ্যে সেরে না যায়, জ্বর হয়, বা ফোঁড়া থেকে রক্ত বের হয়, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে। কারণ সংক্রমণ যদি গভীর হয় তবে তা হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

ফোঁড়া হলে নিজের যত্ন নেওয়া জরুরি। সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। (স্বাস্থ্য ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য