নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঘড়িয়াল ডাঙা ইউনিয়ন এর চরগতিয়াসাম এলাকায় দেখা যায় তিস্তা পাড়ের ভাঙন। ১৯আগস্ট,বৃহস্পতিবার ঐ এলাকায় গিয়ে দেখা মেলে চরগতিয়াসামের বাসিন্দা অসহায় আমজাদ হোসেন (৫৫)। তিনি বলেন কেউ খোঁজ নেয় না,দেখেন কী অবস্থা, খুব কষ্টে কাটছে দিন আমাদের সবার। নদী ভাঙতে ভাঙতে ঘরের কাছে চলে এসেছে। যে কোন সময় নদীতে ঘর ভেঙে পড়বে। কৃষি কাজ করে দিনযাপন করি, কিন্তু আজ জমি নদীতে।
সবার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া লক্ষ্য করা যায়। দুই মাসে প্রায় ১০০ টি বাড়ি-ঘর সহ প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে। দিনের পর দিন নদীর পাড় ভেঙে পড়ছে।
তৈয়ব আলীর (৪৫) বাড়ি নদী থেকে ১০ ফুট দূরে তার সাথে কথা বলতে গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
আফতাব আলী (৫০) মুদি দেকানদার তিনি মাথায় হাত দিয়ে কেঁদে কেঁদে বলেন নদী সব এভাবে কেড়ে নিলে কোথায় যাব!
আব্দুল লতিফ (৬৫)কৃষিজীবী মানুষ হতাশায় ভুগছেন – নদী ভাঙন ঠেকাতে কবে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে? নাকি বিলীন হবে দিনের পর দিন শত শত ঘর-বাড়ি!