আসন্ন (বিপিএল) আসরকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল গোছানোর কাজ জোরেশোরেই চালিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার তারা দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানকে। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এই বিষয়টি নিশ্চিত করেছে, বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের জার্সিতে মাঠ মাতাতে দেখা গিয়েছিল এই বাঁহাতি ব্যাটারকে। যদিও গত মৌসুমে মালান ব্যাট হাতে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি, তবুও টিম ম্যানেজমেন্ট তার টি-টোয়েন্টি অভিজ্ঞতা এবং উইকেটে টিকে থাকার সক্ষমতার ওপরই পূর্ণ আস্থা রেখেছে। রংপুর রাইডার্স মনে করছে, মালানের অন্তর্ভুক্তি দলের টপ অর্ডারকে আরও স্থিতিশীলতা ও শক্তি জোগাবে।
দল সাজাতে এবার কোনো কার্পণ্য করছে না রংপুর রাইডার্স। মালানের আগে তারা নিলাম ও সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিশ্চিত করেছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স, পাকিস্তানের হার্ডহিটার ইফতিখার আহমেদ এবং ফাহিম আশরাফের মতো তারকাদের। মালান যুক্ত হওয়ায় দলটির ব্যাটিং ও অলরাউন্ড বিভাগে দারুণ ভারসাম্য তৈরি হলো, যা তাদের শিরোপা জেতার লক্ষ্যকে আরও মজবুত করেছে।নতুন দলে যোগ দেয়া নিয়ে বেশ রোমাঞ্চিত ডেভিড মালান। এক ভিডিও বার্তায় তিনি বলেন,’এবারের বিপিএলে রংপুর রাইডার্স পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। দলটির হয়ে এটি আমার প্রথম মৌসুম। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে আমি মুখিয়ে আছি।’
(স্পোর্টস ডেক্স)






