বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন আচরণবিধি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জন্য আচরণবিধি জারি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও প্রার্থী বা তাদের পক্ষে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক কোনও ধরনের সেবামূলক কাজ করতে পারবেন না।
তাছাড়া কোনও ধরনের উপঢৌকন, বিলি-বণ্টন, আপ্যায়ন, অর্থসহায়তা কিংবা অনুরূপ কোনও কার্যক্রমে যুক্ত হওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- এসব কার্যক্রমকে নির্বাচনী আচরণবিধির পরিপন্থি হিসেবে গণ্য করা হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
(ডেস্ক নিউজ)