28.7 C
Rangpur City
Monday, May 12, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকডব্লিউএইচও’র শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা

ডব্লিউএইচও’র শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা

জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা দিয়েছে। সংস্থাটি মঙ্গলবার থেকে এ সংক্রান্ত কর্মসূচি শুরু করেছে । সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ত্রেইট টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়- মঙ্গলবার মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। এরপর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ওষুধের চালান।

এই ছয়টি দেশের হাসপাতালগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশু রয়েছে প্রায় ৫ হাজার। তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ওষুধ।
ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয় অন্তত ৪ লাখ শিশু; কিন্তু ওষুধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিসার অভাবে এই শিশুদের ৭০ শতাংশই মারা যায়।

আগামী ৫-৭ বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। যদি তা সফল হয়, তাহলে বিশ্বের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যানসারের ওষুধ পাবে বলে ডব্লিউএইচও’র বিবৃতিতে বলা হয়েছে।
(আন্তর্জাতিক ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য