বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে । আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে হবে এই সিরিজ।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল:
জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
তবে ইনজুরির কারণে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। দলে ফিরেছেন সৌম্য সরকার। যদিও এখনও দুবাইয়ের ভিসা পাননি এই ব্যাটার।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাঁজরের চোট পান লিটন। যে কারণে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি তিনি।
পুরোপুরি সুস্থ না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে যাচ্ছেন তিনি।
লিটনের অনুপস্থিতিতে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন জাকের আলি। এবারও তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের নেতৃত্বের ভার থাকছে তার কাঁধে। (স্পোর্টস ডেস্ক)