28.1 C
Rangpur City
Thursday, November 6, 2025
Google search engine
Homeখেলাধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হতে পারে যে স্টেডিয়ামে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হতে পারে যে স্টেডিয়ামে

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির কাছে খসড়া সূচি জমা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বিশ্বকাপ সীমিত সংখ্যক শহরে আয়োজন করা হবে, যেখানে প্রতিটি ভেন্যুতে অন্তত ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভেন্যু তালিকায় রয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। এছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও কিছু ম্যাচ আয়োজন করা হবে, যদিও সেগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি।

বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে। তবে বেঙ্গালুরু ও লখনৌ এই তালিকায় থাকছে কি না তা এখনো নিশ্চিত নয়। নারী ওয়ানডে বিশ্বকাপের কারণে গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবী মুম্বাই এবার বাদ পড়েছে।

দু’দেশের পূর্বের সমঝোতা অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ মাটিতে কলম্বোতে অনুষ্ঠিত হবে। বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও দুই দল একে অপরের দেশে না গিয়ে তৃতীয় কোনো দেশে ম্যাচ খেলবে। যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে, তাদের ম্যাচ হবে কলম্বোতে, আর পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায় তবে ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।

টুর্নামেন্ট ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০ দল মূল পর্বে খেলবে। গ্রুপ পর্ব শেষে আট দল উঠবে সুপার এইটে, যেখানে দুই গ্রুপের দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য