২৬জানুয়ারি,২০২৫,রবিবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা।
সুমাইয়া আক্তারদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ইতোমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত। অন্যদিকে এক ম্যাচ বাকি রেখেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের বিপক্ষে এই ম্যাচে জিততেই হতো বাংলাদেশের। কারণ ২ পয়েন্ট এগিয়ে থাকা ভারত এ ম্যাচ জিতলে বাংলাদেশের তুলনায় ৪ পয়েন্ট এগিয়ে যেত। আর তাতে শেষ ম্যাচ জিতলেও কোনো লাভ হতো না।
নিয়ম রক্ষার ম্যাচে ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সুমাইয়ারা।
এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশ।
জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারতের মেয়েরা।
(স্পোর্টস ডেস্ক)