22.3 C
Rangpur City
Saturday, April 12, 2025
Google search engine
Homeখেলাধুলাটি-টোয়েন্টিতে ৬৪ বছর বয়সে চাইল্ডের অভিষেক!

টি-টোয়েন্টিতে ৬৪ বছর বয়সে চাইল্ডের অভিষেক!

জোয়ানা চাইল্ডের ক্রিকেটে অভিষেক হলো ৬৪ বছর বয়সে। বিশ্বের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পর্তুগালের এই নারী ক্রিকেটারের। ৭ এপ্রিল নরওয়ের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন তিনি। এই রেকর্ড গড়ে অ্যান্ড্রি ব্রাউনলি ও ম্যালি মুরকে ছাপিয়ে যান চাইল্ড।

চাইল্ড সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়ে যান। পর্তুগালের এই দলে যেমন ৬৪ বছরের চাইল্ড রয়েছেন সেই সাথে রয়েছেন তিন কিশোরী খেলোয়াড়। তাদের মধ্যে ইশরাত চিমার বয়স ১৫, মারিয়াম ওয়াসিমের ১৬ ও আফশিন আহমেদের বয়স ১৬ বছর।

ব্রাউনলি ৬২ বছর ১৪৫ দিন ও ম্যালি ৬২ বছর ২৫ দিনে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামেন। এই তালিকার সবার উপরে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বারটন। ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়।

চাইল্ড প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি। ব্যাট হাতে নেমে মাত্র ২ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এই ম্যাচে মাত্র ১০৯ রান করে নরওয়েকে পরাজিত করে পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল হাতে চার বল করে ১১ রান দেন তিনি। সেই ম্যাচে পর্তুগালকে হারিয়ে দেয় নরওয়ে। তৃতীয় ম্যাচে নরওয়েকে হারিয়ে সিরিজ জয় করে পর্তুগাল। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য