লিটন দাস নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন । সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও খেললেন দারুণ এক ইনিংস।
২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি। সাকিব আল হাসানের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন টাইগার টি-টোয়েন্টি ক্যাপ্টেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি হাঁকিয়েছেন লিটন।
আর তাতেই সাকিবের ১৩টি ফিফটিকে ছাড়িয়ে
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক বনে গেছেন এই উইকেটকিপার
ব্যাটার। ৭ ফিফটি নিয়ে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল।
সাকিবের ১৩টি ফিফটি করতে অবশ্য খেলতে হয়েছে ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচ।
অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ১১০তম ম্যাচেই। এশিয়া কাপের আগে লিটনের ফর্ম ভালো থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ।
(স্পোর্টস ডেস্ক