38.8 C
Rangpur City
Thursday, April 3, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলটাঙ্গাইলের হাজারো মানুষ ঘোড়দৌড়-গ্রামীণ উৎসবে মাতলো

টাঙ্গাইলের হাজারো মানুষ ঘোড়দৌড়-গ্রামীণ উৎসবে মাতলো

সোমবার (৩১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদ আনন্দকে একটু বাড়িয়ে নিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে গ্রামীণ হাড়ি ভাঙা, বালিশ বদল ও সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয়সহ আশপাশের হাজারো মানুষের ঢল নামে। এসময় মিলন মেলায় পরিণত হয়।

৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড় দৌড় কমিটি দ্যাইনা সরকার প্রাথমিক বিদ্যালয়ে এ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করে আসছে।

প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। ঘৌড় দৌড় ছাড়াও গ্রামীণ হাড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনেকেই বাড়ির ছাদের উপরে বসে ঈদ উপলক্ষে আয়োজিত এমন প্রতিযোগিতা উপভোগ করেন।

এসব প্রতিযোগিতা উপলক্ষে স্কুল মাঠের আঙ্গিনায় মেলাও বসে। বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিতে নাগরদোলা ও চকরাসহ শিশুদের জন্য বিভিন্ন মাধ্যম রাইডের ব্যবস্থা ছিল। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা।

দর্শনার্থীরা বলেন, ঈদের দিন এমন আয়োজন বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এতে আমরা সবাই মুগ্ধ। পরিবার পরিজন দিয়ে আমরা উপভোগ করেছি। প্রতি বছরই এমন আয়োজন অব্যহত থাকার দাবি করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল। এসময় তিনি বলেন, ঈদের আনন্দের মাত্রা আরো যোগ করতে এমন আয়োজন প্রসংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিম।
(ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য