টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ড এখন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের দখলে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে আরো একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন মুমিনুল হক।
সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্টে এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছান মুমিনুল। নাহিদ রানার বলে বেন কারানের ক্যাচ ধরেই তিনি ছুঁয়ে ফেলেন ৪১ ক্যাচের মাইলফলক, যার মাধ্যমে তিনি ছাড়িয়ে যান পূর্ববর্তী শীর্ষস্থানে থাকা মেহেদী হাসান মিরাজকে।
২০১৩ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা মুমিনুল এখন পর্যন্ত ৭০টি টেস্টে ১২১ ইনিংসে ৪১টি ক্যাচ নিয়েছেন। ক্যাচ নেয়ার গড় ০.৩৩৮ হলেও ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তিনিই এখন দেশের ইতিহাসে সবচেয়ে সফল ফিল্ডার। সবচেয়ে বেশি তিনটি ক্যাচ তিনি নিয়েছেন এক ইনিংসে।
পূর্বে এই তালিকার শীর্ষে ছিলেন মেহেদী হাসান মিরাজ, যিনি ৫২ টেস্টের ৯৪ ইনিংসে ৪০টি ক্যাচ নিয়েছেন (গড় ০.৪২৫)। তৃতীয় স্থানে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, যার ক্যাচ সংখ্যা ৩৮।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইমরুল কায়েস (৩০ ক্যাচ) এবং সাকিব আল হাসান (২৯ ক্যাচ)। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ৩৪ টেস্টে ২৮টি ক্যাচ নিয়ে দ্রুতই উপরের দিকে এগিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফিল্ডিং লাইনআপে নির্ভরযোগ্য একজন খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন মুমিনুল হক।
(স্পোর্টস ডেস্ক)