33.9 C
Rangpur City
Tuesday, September 30, 2025
Google search engine
Homeখেলাধুলাটাইগারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি

টাইগারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি

সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। নয় থেকে ফের ১০–এ নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে বসবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানে জায়গা পেতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই র‍্যাঙ্কিং। র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে, স্বাগতিক দুই দলও সরাসরিই কোয়ালিফাই করবে, কিন্তু বাকি ৪ দলকে আসতে হবে বাছাই পর্ব খেলে।

বাংলাদেশ দুই দশকের মধ্যে গত মে মাসে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গিয়েছিল।কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে একটি ওয়ানডে জিতে ফের নয়ে ওঠে টাইগাররা। কিন্তু জায়গা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। টানা টি-টোয়েন্টি খেলার মধ্যে থাকা টাইগারদের ওয়ানডেতে অবনতি হলো আবার।

শ্রীলঙ্কা সিরিজের পর আর কোনো ওয়ানডে কেহ্লার আগেই র‍্যাঙ্কিংয়ে অবনতি হলো বাংলাদেশের। টাইগারদের কপাল পুড়েছে মূলত পাকিস্তানের হারে। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দেয়ায় এক ধাপ এগিয়ে নয়ে উঠে গেছে। আর ম্যাচ হেরে এক ধাপ অবনমন হয়েছে পাকিস্তানেরও। তাদের পাঁচে ঠেলে চারে উঠে গেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গড়ানোর আগে টাইগার ও ক্যারিবীয় দুই দলেরই রেটিং পয়েন্ট ছিল ৭৭। তবে বাংলাদেশ ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় নয় নম্বরে উঠে গিয়েছিল। কিন্তু পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮, ফলে নয়ে উঠে গেছে তারা। সিরিজের শেষ ম্যাচে হেরে গেলেও টাইগারদের চেয়ে এগিয়ে থাকবে ক্যারিবীয়রা।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে পাকিস্তান। ১ পয়েন্ট বেশি নিয়ে চারে উঠেছে শ্রীলঙ্কা। শীর্ষ তিনে নেই কোনো পরিবর্তন। ১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান (১০৯) হলের ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় কিউইরা দুইয়ে, তিনে অজিরা। ছয়, সাত ও আটে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য