27.2 C
Rangpur City
Wednesday, August 13, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলটরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল- ২০২৫

টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল- ২০২৫

পাঁচ দিনব্যাপী ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ২৪ থেকে ২৮ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ২০১৭ সাল থেকে নিয়মিত এই আন্তর্জাতিক উৎসব হয়ে আসছে।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ চলচ্চিত্র প্রদর্শনী হবে টরন্টোর স্ক্যারবরোর ২২ লেবেভিক অ্যাভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেনে। বাকি তিন দিন ২৫, ২৬ ও ২৭ আগস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টার’ এ।

এর মধ্যে এক দিন থাকবে শিশুদের জন্য বিশেষ সেশন। প্রতিদিন বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে প্রদর্শনী।এবারের উৎসবে ২৮ দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। প্রথম দিনে থাকছে ইরানের স্বল্পদৈর্ঘ্য ব্লাইন্ড স্পট, কানাডার পূর্ণদৈর্ঘ্য ইউনিভার্সাল ল্যাংগুয়েজ, জার্মানির মাদার লাভ এবং বাংলাদেশের আম কাঁঠালের ছুটি।

শেষ দিনে প্রদর্শিত হবে বাংলাদেশের ১৯৭১ : সেই সব দিন ও আগন্তুক, ফিলিপাইনের ল্যাগল্যাগ এবং কানাডার ইটস নাইস টু মিট ইউ। বাংলাদেশের নয়া মানুষ দেখানো হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে।

উদ্বোধনী ছবি হিসেবে থাকছে কানাডিয়ান নির্মাতা ম্যাথিউ র‍্যাঙ্কিনের ৮৯ মিনিটের কাহিনি চলচ্চিত্র ইউনিভার্সাল ল্যাংগুয়েজ যা সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে এবং ২০২৪ সালের ন্যাশনাল বোর্ড অব রিভিউ-এর সেরা পাঁচ ছবির মধ্যে স্থান পেয়েছে। এটি ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে কানাডার পক্ষ থেকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে জমা দেওয়া হয়েছে।

২০১৪ সালে বাংলাদেশি-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের উদ্যোগে যাত্রা শুরু করে টরন্টো ফিল্ম ফোরাম। ২০১৭ সালে কানাডার ১৫০তম বার্ষিকী উপলক্ষে এর নামকরণ হয় ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’। স্বাধীন ও বিকল্প ধারার নির্মাতাদের জন্য এটি এখন অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
(বিনোদন ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য