যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত মন্জুর চৌধুরী জানান তার প্রতিক্রিয়া –
তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিজয় বাংলাদেশ এবং বাঙালি জাতির বিজয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কে এবং সহযোগিতাকারীদের প্রতি বিনীত কৃতজ্ঞতা, উষ্ণ অভিনন্দন, ও কৃতজ্ঞতা –
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটিতে গত মাস তিনেক আগে একটি স্ট্রিটের নামকরণ করা হয় খুনি জিয়াউর রহমানের নামে।স্বৈরাচার,খুনি জিয়াউর রহমানের নামে এই নামকরণের বিরুদ্ধে সমগ্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীরা দীর্ঘদিন প্রতিবাদ করে আসছে। তার ফলশ্রুতিতে এই নামকরণ অপসারণের প্রক্রিয়া শুরু করা হয় এবং আজ এই ঘৃণিত ব্যক্তির নাম অপসারিত হয়।
এ প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন ড: প্রদীপ কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, শামীম চৌধুরী, এম.এ করিম জাহাংগীর, এডভোকেট শাহ বখতিয়ার, আমি মন্জুর চৌধুরী, সাদেকুল বদরুজ্জামান পান্না, শরীফ আলম হীরা, জালাল উদ্দিন জলিল, শহিদুল ইসলাম, মিজানুর চৌধুরী, রুমেনা আক্তার, ফারুক হোসাইন, কায়কোবাদ খান, মোহাম্মদ টি মেল্লা, প্রমুখ। মেরিল্যান্ড সিটির মেয়র কর্তৃপক্ষের সাথে আজকের ভার্চুয়াল মিটিং এ আমাদের সাথে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যুক্ত ছিলেন ছিলেন বিচারপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী মানিক, আরাফাত সিদ্দিকী প্রমুখ।আজকের এ সফলতার জন্য বহু সাক্ষর সংগ্রহ করে প্রতিবাদ হিসেবে আমরা বহুদিন ধরে কাজ করে আসছিলাম।আমাদের সফলতার কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ রেহানা আপা, মাননীয় প্রধানমন্ত্রীর ICT উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয়, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, জাতিসংঘে বাংলাদেশ সরকারের মাননীয় স্থায়ী প্রতিনিধি মিসেস রাবাব ফাতেমা, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সকলের কাছে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে।
যাঁরা এ ব্যাপারে প্রতিবাদী হিসেবে অংশগ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের পক্ষ থেকে সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি বিনীত কৃতজ্ঞতা, প্রাণঢালা অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ এবং রক্তিম শুভেচ্ছা।সে সঙ্গে ভবিষ্যতেও আমরা এ প্রবাসের মাটিতে যে কোন অযৌক্তিক কর্মকান্ড সম্মিলিত ভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করছেন মন্জুর চৌধুরী সহ অন্যান্যরা – ধন্যবাদ।
ইতোমধ্যেই কর্তৃপক্ষ নামের ফলকটি নামিয়ে নিয়েছে-
খবর সূত্র ও ফোনালাপে এ ব্যাপারে কথা বলেন- তুহিন চৌধুরী-