27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeখেলাধুলাজার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার রাজনীতিতে যোগ দিলেন

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার রাজনীতিতে যোগ দিলেন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ‘ফ্রান্স-২৪’ জানায়- আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল।

২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। তবে তুরস্কে সাবেক এই তারকার জনপ্রিয়তা বেশ ভালো বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল জার্মানি ২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে। মেসুত ওজিল দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানি বাদ পড়লে জাতীয় দল থেকে অবসর নেন মেসুত ওজিল।

জাতীয় দল থেকে অবসর নিলেও তুরস্কের ক্লাবে যোগ দেন ওজিল। ২০২৩ সালে সব ধরণের ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। এবার রাজনীতিতে নাম লেখালেন এই তারকা ফুটবলার। তবে জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন ওজিল। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান। পূর্বে ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার।
(ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য