নিজস্ব প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর নিশ্চিন্তপুর এর বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মানিক, মাহফুজ ও মিঠাপুকুর উপজেলা ‘ক্যাব’ এর সাধারণ সম্পাদক জনাব মারজানের বাবা আবুল কাশেম ৩০ জানুয়ারি, ২০২২ রবিবার দুপুর ১টায় তার নিজবাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রবিবার বাদ এশা নিশ্চিন্তপুর জামে মসজিদে মরহুমের জানাজা শেষে রাত ১০ টার দিকে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সুসম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য,প্রতিবেশী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব ও রংপুর জেলা, মিঠাপুকুর উপজেলা ও মেট্রোপলিটন ‘ক্যাব’ গভীর ভাবে শোকাহত এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।