20.9 C
Rangpur City
Wednesday, December 25, 2024
Google search engine
Homeরাজনীতিজাতীয় পার্টি বর্তমানে আরো শক্তিশালী হচ্ছে - জি এম কাদের

জাতীয় পার্টি বর্তমানে আরো শক্তিশালী হচ্ছে – জি এম কাদের

রংপুর মহানগর প্রতিনিধি-

৩ অক্টোবর,২০২২,মঙ্গলবার সকালে রংপুর ও লালমনিরহাটে দু’দিনের সফরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি রংপুর সার্কিট হাউজে আসলে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গার্ড অব ওনার প্রদান করেন।

এরপর সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত সাংবাদিকবৃন্দকে জানান- “বাংলাদেশ এখন দেউলিয়ার পথে। কোনো মেগা প্রজেক্ট কাজে আসবেনা। শ্রীলঙ্কাও এরকম মেগা প্রজেক্ট নিয়ে এগুতে পারেনি। শ্রীলঙ্কার সাথে আমাদের দেশের মেগা প্রজেক্টের মিল রয়েছে তাই সংকট দেখা দিবে দেশে।”

জিএম কাদের বলেন, আওয়ামীলীগ,বিএনপি’র মধ্যে কোনো পার্থক্য নেই। ধারণা করা হচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবেনা।

এসময় জাতীয় পার্টির ভাঙ্গন নিয়ে তিনি বলেন- এইমুহুর্তে জাতীয় পার্টিতে কোনো ভাঙ্গন নেই। জাতীয় পার্টি বর্তমানে আরো শক্তিশালী হচ্ছে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা,জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জাপা রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যান নেতাকর্মীদের নিয়ে রংপু দর্শনায় পল্লীনিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান আলহাজ্জ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য