20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকজরুরি বৈঠকে জাতিসংঘ,ইসরাইলের হামলায় সাতদিনে ৪১ শিশুর মৃত্যু

জরুরি বৈঠকে জাতিসংঘ,ইসরাইলের হামলায় সাতদিনে ৪১ শিশুর মৃত্যু

সপ্তম দিনে গড়ালো ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলা। অব্যাহত হামলায় গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু। সাত দিনে সেখানে মারা গেছে ৪১ শিশুসহ অন্তত ১৪৮ জন। আহত প্রায় এক হাজার। এ অবস্থায়, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।


শনিবার গাজার একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। সেখানে মারা যায় ৮ শিশুসহ অন্তত ১০ জন। এছাড়া, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় আল-জাজিরা ও এপিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যালয়।হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলিরা যাতে আল আকসাকে স্পর্শ করে আগুন নিয়ে খেলা না করে। সহিংসতা বন্ধ করতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে, গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।


এদিকে, ভারতের কাশ্মীরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মেক্সিকোসহ বিভিন্ন দেশে হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ।


সূত্রঃ ইন্ডিপেন্ডেন্টনিউজ২৪.কম

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য