ব্যাট হাতে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন আইয়ার। যার ফলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ১ লাখ রুপি পান। তবে ম্যাচ শেষে ডানহাতি এই ব্যাটারকে গুনতে হচ্ছে ১২ লাখ রুপির শাস্তি। আইয়ারকে জরিমানা করার কারণ মূলত মন্থর ওভার রেট, যেটিকে এখন আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখা হয়।
চেন্নাইয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হয়েছেন পাঞ্জাবের বোলাররা। নিয়ম অনুযায়ী, পাঞ্জাবকে মাঠেই একবার শাস্তি দিয়েছেন দুই আম্পায়ার অক্ষয় টোটরে ও অনীশ সহস্রবুধে। চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে মাত্র চারজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারে তারা। তা–ও ভালো, শেষ ওভারের দ্বিতীয় বলেই চেন্নাই অলআউট হয়ে গেছে। নয়তো আরও চার বল করতে আরও বেশি সময় লাগত। সে ক্ষেত্রে আইয়ারের শাস্তির মাত্রা বাড়তে পারত।
বৃহস্পতিবার (১ মে) আইয়ারকে জরিমানার কথা নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘চেন্নাইয়ে বুধবার আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
(ডেস্ক নিউজ)
ছবি সংগৃহীত