শুক্রবার (৯ জানুয়ারি) আনোয়ারা উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনোয়ারা উদ্যান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আজ এ তথ্য জানান। তিনি বলেন, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কারণে নগরীর অনেক পার্ক ও জলাধার দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে। এসব স্থান পুনরুদ্ধার করা সবসময় সহজ নয়। তবে নগরবাসীর স্বার্থ বিবেচনায় আনোয়ারা উদ্যানসহ বন্ধ থাকা গণপরিসরগুলো আবার ধীরে ধীরে উন্মুক্ত করা হচ্ছে। প্রশাসক এজাজ বলেন, উদ্যানটির চারপাশ দিয়ে একটি ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং খুব শিগগিরই এ কাজ শুরু হবে। পাশাপাশি অন্তত রাত ১০টা পর্যন্ত উদ্যানটি খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, শহরের যেসব পার্কে বিভিন্নভাবে সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলো তুলে নেয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন পরিত্যক্ত থাকা গণপরিসরগুলো পরিষ্কার করে নগরবাসীর ব্যবহারের উপযোগী করার কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে থাকা সব অস্থায়ী স্থাপনা সরিয়ে জায়গাটি পুরোপুরি পরিষ্কার করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে মেট্রোরেল নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনসাধারণের জন্য বন্ধ ছিল। প্রায় সাত বছর পর আজ উদ্যানটি আবার নগরবাসীর জন্য খুলে দেয়া হলো। (নিউজ ডেক্স)






