27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলজংলি'র ১মিনিট ১১সেকেন্ডের টিজারে ২০ঘণ্টায় দুই মিলিয়ন ভিউ

জংলি’র ১মিনিট ১১সেকেন্ডের টিজারে ২০ঘণ্টায় দুই মিলিয়ন ভিউ

জংলি সিনেমা আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে।এরই মধ্যে সিনেমার ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে। টিজারটি প্রকাশের ২০ ঘণ্টার মধ্যেই ইউটিউব ও ফেসবুক মিলে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

টিজারটি নায়ক সিয়াম, বুবলী, দীঘি ও নির্মাতা এম রাহিমের ফেসবুক পেজ থেকেও প্রকাশ করা হয়। ।
এদিকে টিজার প্রকাশের পর থেকে ঈদের অন্যান্য সিনেমা টিজারের সঙ্গেও উদাহরণ টানছেন দর্শকরা। কেউ কেউ ঈদের সিনেমার এ পর্যন্ত প্রকাশিত টিজারগুলোর চেয়ে এগিয়ে রাখছে জংলির টিজারকে।

টিজারে সিয়ামের পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, এলোমেলো চুল-দাঁড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক। দেশি মাসালা হিরোরূপে যে সিয়ামকে দেখানো হয়েছে এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!

যদিও পোস্টার দেখে অনেকেই জানিয়েছিলেন ছবিটি পুষ্পা কিংবা কবির সিংয়ের আদলে নির্মিত। কিন্তু টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!

টিজার দেখে একজন মন্তব্য করেছেন, পুরাই আগুন লাগিয়ে দিলো। আরেকজন লিখেছেন, অসাধারণ। একি দেখলাম সিয়াম ভাই। এই রকম মুভি তো চাই বাংলা ইন্ডাস্ট্রিতে।

জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। নির্মাতা বলেন, জংলি বাস্তব ঘটনার প্রতিফলন। আমরা সবাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ঈদে এই সিনেমা দর্শকদের মন জয় করবে। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য