26 C
Rangpur City
Wednesday, January 22, 2025
Google search engine
Homeখেলাধুলাচ্যাম্পিয়ন্স লিগের নকআউটে কোন দল?

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে কোন দল?

আজ মাঠে নামছে ১৮টি দল, গতকালও ১৮টি দলই খেলেছে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের এই পর্যায়ে এসে দু’টি দলের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে।

৩৬টি দল নিয়ে এবার গ্রুপপর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই পর্ব শেষে সেরা ৮টি দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলবে। গতকাল রাতে লিলেকে হারিয়ে টানা অষ্টম জয়ে লিভারপুল ও বেনফিকাকে হারিয়ে বার্সেলোনা নিজেদের টিকিট নিশ্চিত করেছে।

সব কটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে ২৪ নম্বর পর্যন্ত দলগুলো শেষ ষোলোর টিকিটের জন্য দুই লেগের প্লেঅফে মুখোমুখি হবে। এখন পর্যন্ত তিন থেকে ১১ নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা, আর্সেনাল, বেয়ার লেভারকুসেন, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা, ব্রেস্ট, মোনাকো ও লিলের প্লেঅফ নিশ্চিত হয়েছে, তাদের সামনে সুযোগ আছে সরাসরি রাউন্ড অব সিক্সটিনের টিকিট কাটার।

নিয়ম অনুযায়ী গ্রুপর্ব শেষে টেবিলের ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো বাদ পড়বে। এরা ইউরোপা লিগেও জায়গা পাবে না। সব কটি ম্যাচ শেষ না হলেও এরইমধ্যে বাদ পড়েছে বলোগনা, রেড স্টার, স্টার্ম গ্রাজ, লেইপজিগ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়ং বয়েজ।

বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, ইন্টার মিলান, পিএসভি, ক্লাব ব্রুগ, বেনফিকা, স্পোর্টিং সিপি, ফেইনুর্ড, স্টুটগার্ট, রিয়াল মাদ্রিদ, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব, পিএসজি, শাখতার দোনেৎস্ক, স্পার্টা প্রাহা, জিরোনা ও সালসবুর্গের প্লেঅফে খেলার সুযোগ রয়েছে। এদের মধ্যে শাখতার দোনেৎস্ক, স্পার্টা প্রাহা, জিরোনা ও সালসবুর্গের সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সুযোগ না থাকলেও বাকিদের রয়েছে।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য