31.7 C
Rangpur City
Sunday, March 16, 2025
Google search engine
Homeখেলাধুলাচ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়াকে

চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়াকে

লঙ্কানরা টেস্ট সিরিজে একতরফা হারের পর ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে । প্রথম ওয়ানডেতে ৪৯ রানে জয়ের পর দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করলো ১৭৪ রানে। এর ফলে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।

টসে জিতে ব্যাটিং নিয়ে চারিথা আসালাঙ্কার নেতৃত্বাধীন দল প্রথমে ২৮১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এটি এশিয়ার মাটিতে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ঝলসে ওঠেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা। গলে শেষ টেস্টের দুই ইনিংসে ফিফটি করা মেন্ডিস ওয়ানডে সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ১১৩ বলে সেঞ্চুরি করে ১০২ রান করেন তিনি। আসালাঙ্কা ৭৮ রানের ইনিংস খেলেন। লিয়ানেগে ২১ বলে ৩২ রান করে লঙ্কানদের স্কোর ২৮১ রানে পৌঁছাতে সাহায্য করেন।

অস্ট্রেলিয়া মূলত এই সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছিল। সে লক্ষ্যেই তারা দ্বিতীয় ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছিল। তবে প্রস্তুতিটা ভালো হলো না তাদের জন্য। দলে ফেরার পরও ট্রাভিস হেড (১৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (১) রানের বেশি করতে পারেননি।

শ্রীলঙ্কার দেয়া ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য