26 C
Rangpur City
Friday, August 29, 2025
Google search engine
Homeসাস্থ্য ও চিকিৎসাচুলের যত্নে গ্রিন কফি'র ব্যবহার কেন?

চুলের যত্নে গ্রিন কফি’র ব্যবহার কেন?

মাথার চুল পড়া নিয়ে ভুক্তভোগী অনেকেই। চুল পড়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। বিউটিশিয়ানরা বলছেন, এ সব ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখাই ভালো।

নেটপ্রভাবীরা আজকাল সবুজ কফি ব্যবহারের কথা বলছেন। অনেকে হয়তো গ্রিন কফিকে ‘মাচা’ বলে ভুল করেন। তবে এটি সম্পূর্ণ আলাদা।

এই কফির দানাগুলি রোস্টেড নয়। তাই কফি বিনসের রং হালকা সবুজ। তবে বিশেষ ধরনের এই কফি মাথায় মাখার পরামর্শই দিয়েছেন তারা।

গ্রিন কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা টক্সিন দূর করতে সাহায্য করে। চুলের ফলিকলে পুষ্টি জোগায়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতেও সাহায্য করে গ্রিন কফি। গ্রিন কফিতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। চুল জটমুক্ত রাখতে সাহায্য করে গ্রিন কফি।

গ্রিন কফি পানি দিয়ে ফুটিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সেদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। গ্রিন কফির গুঁড়া, অ্যালোভেরা জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। মাথায় মেখে আধঘণ্টা অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন। অলিভ অয়েলের সঙ্গে গ্রিন কফির গুঁড়া মিশিয়ে তৈরি করে ফেলুন এক্সফোলিয়েটর। শ্যাম্পু করার আগে মাথায় মেখে নিন। হালকা হাতে মাসাজও করতে পারেন।

সপ্তাহে দু’বার সবুজ কফি ব্যবহার করলেই যথেষ্ট। বেশি ব্যবহার করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, সব সময় টাটকা কফিগুঁড়ো ব্যবহার করতে হবে। প্রথমে মাথার ত্বকে অল্প জায়গায় লাগিয়ে দেখে নিতে হবে, কোনও সমস্যা হচ্ছে কি না। প্যাচ টেস্ট না করলে অ্যালার্জির সমস্যা হতে পারে।

সবুজ কফি কোনো জাদু-উপাদান নয়। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে চুলে দীপ্তি ফিরবে, চুল ঝরা কমবে। আর এর পাশাপাশি ভাল খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম আর যথেষ্ট পানি পান করা জরুরী। শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন। (স্বাস্থ্য ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য