27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeভিন্ন স্বাদের খবরচুলের মাস্ক তৈরি হচ্ছে ছাগলের মল থেকে

চুলের মাস্ক তৈরি হচ্ছে ছাগলের মল থেকে

এক যুবক ছাগল আর ভেড়ার খামারে হেঁটে বেড়াচ্ছেন আর একটু পরপর প্রাণীগুলোকে নিজ হাতে খাবারও তুলে দিচ্ছেন তিনি। এভাবে ওই পশুকে খাবার খাইয়ে হৃষ্টপুষ্ট করার পেছনে কারণও রয়েছে তার। মাংস বা দুগ্ধ নয় বরং তিনি চাইছেন ছাগলের কাছ থেকে উচ্চমানের মল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আর সেই মল ওই যুবক খুব যত্ন করে তুলে নিচ্ছেন।

খামারে রয়েছে বাহারি ধরনের ছাগল-ভেড়া। খাবার খেয়ে সেগুলো যখন মলত্যাগ করছে, সেগুলো সংগ্রহ করছেন সেই যুবক। তারপর সংগ্রহ করা সেই মল একটি স্বচ্ছ বাটিতে রাখেন তিনি। এরপর তাতে কয়েক ধরনের উপাদান মেশান ওই যুবক। একপর্যায়ে ফোমজাতীয় কিছু একটা মিশিয়ে সেই মিশ্রণটিকে ভালোভাবে দলাই-মথাই করতে থাকেন।

অপ্রয়োজনীয় ও নোংরা মনে হলেও এই মল থেকেই তৈরি হচ্ছে চুলের জন্য উন্নতমানের মাস্ক। চুলের বিশেষ যত্নের জন্য এই মাস্ক তৈরি করছেন ওই যুবক। তিনি রুশ কসমেটোলজিস্ট ও স্টাইলিস্ট অ্যালেকজান্ডার দানিলভ। রাজধানী মস্কোতে রয়েছে তার স্টুডিও। সেখানে বসেই নতুন তৈরি করা এই মাস্ক দিয়ে তরুণীদের চুলের চিকিৎসা করছেন তিনি।

দানিলভের দাবি, তার মলের এই চিকিৎসা পেয়ে অনেক তরুণীর চুল ঝর ঝরে হয়েছে। তার স্টুডিওতে আসা এক তরুণীর চুলে বিশেষ এই মাস্ক পরিয়ে দিচ্ছেন দানিলভ। বিশেষ এই মাস্ক পড়ালে নাকি চুলের দাগ দূর হয়, এমনটাও দাবি এই যুবকের। তিনি বলছিলেন, স্বর্ণকেশী চুলে এই মাস্ক লাগালে, হলুদ ছোপ বা দাগ দূর হয়।

বিশেষ ধরনের এই মাস্ক বানাতে বেশ কিছু উপকরণ ব্যবহার করেন দানিলভ। তার ভাষায়, চুলের একেবারে ভেতর যেন এই মিশ্রণ পৌঁছায় সে জন্য আমি লিপিড মাস্ক ব্যবহার করি। এ ছাড়া মিশ্রণটি বানাতে তেলেরও প্রয়োজন হয়। তাই আমি শিয়া ও ম্যাকাডামিয়া তেলও ব্যবহার করি।

চুলের এই মাস্ক লাগিয়ে উপকার পেয়েছেন দানিলভের একজন ক্লায়েন্ট এলেনা কিনিয়াজেভা। তিনি বলছিলেন, পুরো প্রক্রিয়া শেষে চুল থেকে বাজে গন্ধও বের হয় না। কোনো স্টাইলিস্টের কাছে গিয়েও চুলের হলুদ ছোপ দূর ব্যর্থ হয়েছিলেন কিনিয়াজেভা। তখন দানিলভের এই মাস্কই তার চুলের যত্নে কার্যকরী প্রমাণিত হয়েছে।
সূত্র : ভিয়োরি (ডেস্ক নিউজ

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য