ডেস্ক রিপোর্ট :
দিনাজপুর জেলার কাহারোল থানার মকুন্দপুর গ্রামে এক দিন মজুরের ঘরে জন্মগ্রহণ করলো চার হাত ও চার পা নিয়ে এক শিশু । দিনমুজুর গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা স্বাভাবিকভাবে এই পুত্র সন্তান প্রসব করেন। এলাকাবাসীর মনে এ বিষয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় । চিকিৎসকগণ বলেন এ এক বিরল ঘটনা। ৪জুন শুক্রবার ভোরে শিশুটি জন্মগ্রহণ করে। বৃহস্পতিবার রাতে এই দিনমজুর তার স্ত্রীকে দিনাজপুর বীরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। শুক্রবার ভোরে সেখানে তার ছেলে সন্তানের জন্ম হয়।দিনাজপুরের চিকিৎসকগণ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে শিশুটিকে রংপুরে নিয়ে আসা হয়। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।চিকিৎসক শিশুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।চিকিৎসকগণ বলেন,অপারেশনের মাধ্যমে নবজাতকের বাড়তি অঙ্গ অপসারণ করা সম্ভব। হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান,নবজাতকের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসার জন্য পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. বাবলু কুমার সাহা বলেন, নবজাতকের এই অঙ্গগুলোকে প্যারাসাইট (পরগাছা জাতীয়) অঙ্গ বলে।অপারেশনের মাধ্যমে এগুলো অপসারণ করা সম্ভব। পরগাছা অঙ্গগুলো দেহের কতটুকু গভীরে আছে তা পরীক্ষার রিপোর্ট না এলে বোঝা যাবে না। চিকিৎসক আশাবাদী অপারেশনের মাধ্যমে বাড়তি অঙ্গগুলো কেটে ফেলা সম্ভব। খুব জটিল বিষয় না হলে রংপুরেই অপারেশন করা সম্ভব। নবজাতকের দিন মজুর বাবা গোলাম রব্বানী তার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান।
চার হাত ও চার পা নিয়ে নবজাতক
RELATED ARTICLES
সাম্প্রতিক মন্তব্য
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পধারা’র অংকন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
on
মালয়েশিয়া
on
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পধারা’র অংকন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
on
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পধারা’র অংকন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
on