পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছেন ভারত, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও হাঙ্গেরির চার নভোচারী মহাকাশে ১৮ দিন কাটানোর পর। ভারতের শুভাংশু শুক্লাসহ এক্সিয়ম মিশন-৪ দলের এই সদস্যরা সোমবার (১৪ জুলাই) ভারতীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে যাত্রা শুরু করেন।
প্রথমবারের মতো কোনো ভারতীয় নাগরিক এক্স-৪ মিশনের অংশ নিয়ে নাসা ও স্পেস-এক্সএর যৌথ মহাকাশ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। বিকেল ৩টায় (১৫ জুলাই) পৃথিবীতে তাদের প্রত্যাবর্তনের মুহূর্তটি সরাসরি সম্প্রচারিত হবে।
এই মিশনে রয়েছেন এক্সিয়ম দলের শুভাংশু শুক্লা (ভারতীয় নভোচারী), স্লাওসুজ উজনানস্কি-
ভিশনেভস্কি (পোল্যান্ড), টিবর কাপু (হাঙ্গেরি) এবং পেগি হুইটসন (যুক্তরাষ্ট্র), তারা সবাই মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী)। খবর হিন্দুস্তান টাইমসের।
এই চার নভোচারী স্পেস-এক্সের ড্রাগন স্পেসক্র্যাফটে ফিরছেন, যেটি সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিটের পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন বা উড্ডয়নের কথা রয়েছে।
কিছু ধাপে সামান্য দেরি হলেও নাসা জানিয়েছে, প্রক্রিয়াটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। নাসারর লাইভ সম্প্রচারে জানানো হয়েছে, এই যাত্রায় সময় লাগবে প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিট। তাদের স্প্ল্যাশডাউন বা সমুদ্রে অবতরণ হবে মঙ্গলবার (১৫ জুলাই) ভারতীয় সময় বিকেল ৩টার দিকে, ক্যালিফোর্নিয়ার উপকূলে।
এই নভোচারীদের সঙ্গে ফেরত আসছে প্রায় ২৫০ কেজি (৫৫০ পাউন্ড) ওজনের জিনিস। এর মধ্যে রয়েছে গবেষণার নমুনা ও যন্ত্রপাতি, যেগুলোর উপর মহাকাশে থাকাকালীন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
এক্স-৪ এর মিশন শুরু হয়েছিল ২৫ জুন, যখন শুভাংশু শুক্লা পাইলট হিসেবে যুক্ত ছিলেন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে।মহাকাশযানটি উড্ডয়ন করেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দুপুরের দিকে (ভারতীয় সময়)। (আন্তর্জাতিক ডেস্ক)